মস রোজ অথবা পর্তুলিকা, টাইম ফুল, ঘাস ফুল, নয়টার ফুল অনেক নামেই এই ফুল পরিচিত।
এই ফুল প্রতিদিন বিশেষ একটি সময়ে ফোটে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ঝিমিয়ে যায়। এর প্রস্ফুটন সময় সকাল ৮টা থেকে ৯টা এবং ঝিমিয়ে যায় দুপর হওয়ার সঙ্গে সঙ্গে।
তাছাড়া স্থানভেদে এটি বিভিন্ন নামে পরিচিত যেমন, পর্তুলিকা, মসরোজ, টায়রা, জায়েন্ট, ঘাসফুল, টাইম ফুল, এগারটার ফুল,মেক্সিকান রোজ, ভিয়েতনামের রোজ, সান রোজ, পাথর গোলাপ, মস রোজ পার্সলে, গুল দোপেহেরি, ফুলকুমারি, পিলো প্ল্যান্ট, নয়টার ফুল, দশটার ফুল, অফিস ফুল, হুক ইত্যাদি নানা নামে পরিচিত এই সুন্দরী।