জবা বাঙালির অতি পরিচত একটি ফুল। কিছু জবা ফুলের সৌন্দর্য গোলাপ ফুল কেও হার মানায়। মাল্টি পেটাল হলুদ পুনে জবা Yellow Multi Petal Hibiscus Plant তেমনই একটি জবার ভ্যারাইটি। হলুদ রঙের রূপে অপূর্ব সৌন্দর্যের ফুল সবারই মন কেড়ে নেয়।
জবা ফুল(China Rose/Chinese Hibiscus) হল মালভেসি গোত্রের অন্তর্গত চিরসবুজ,পুষ্পধারী গুল্ম জাতীয় উদ্ভিদ, যার উৎপত্তি পূর্ব এশিয়াতে। ভারতীয় উপমহাদেশে জবা গাছ বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। যেমন বাংলায় জবা,তামিলে সেম্বারুথি, হিন্দিতে জবা, কুসুম, মালয়লমে সেম্পারাত্তি ইত্যাদি।
বর্তমানে কৃষি বিজ্ঞানের উন্নতির ফলে অনেক ধরনের হাইব্রিড জবা ফুল গাছ আমরা দেখতে পায়, তার মধ্যে ভারতবর্ষের পুনে জবা এবং ব্যাঙ্গালোর জবা খুবই আকর্ষণীয় যা আমরা বিভিন্ন নার্সারি তে দেখতে পাই, এছাড়াও অস্ট্রেলিয়ান জবা , ক্রান্তীয় জবা ( Tropical Hibiscus ) আর সাথে আমাদের দেশী জবার বৈচিত্রও কম নয়।