গোলাপ হল রোজেই পরিবারের রোসা গণের এক প্রকারের বহুবর্ষজীবী উদ্ভিদ। গোলাপ ফুল পৃথিবীর অন্যতম প্রাচীন ফুল। প্রাচীন উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সব ফুলের ঊর্ধ্বে। সেই আদি অনাদিকাল থেকে কালক্রমে কারো বাড়ির আঙিনায় বারান্দায় ঘরের কোনে এবং ছাদে এই ফুল শোভা পেয়ে এসেছে। গোলাপের পরিচয় শুধু একটি ফুল হিসেবে নয়,এটি প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণতা প্রতীক রূপে ধরা হয়।
গোলাপগাছ সাধারণত এদের ফুলের জন্য বাগানে বা বাড়ির ভেতরে শোভাবর্ধনকারী গাছ হিসেবেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় । বাণিজ্যিকভাবে গোলাপ সুগন্ধি এবং ফুল হিসেবেও ব্যবহৃত হয়। কিছুক্ষেত্রে এই গাছ দৃশ্যবর্ধক উদ্ভিদ হিসাবেও ব্যবহৃত হয়।
সাদা গোলাপের ভেষজ ব্যবহার:
সাদা গোলাপ গুল্মের ফুল জ্বরে শীতলকারক ঔষধ হিসেবে অস্বাভাবিক হৃদস্পন্দনে ব্যবহৃত হয় (Watt, 1892). পুষ্পের পাপড়ি রেচক হিসেবে কাজ করে (Chopra et al., 1956)। ইন্দোনেশিয়ায় শাখার অগ্রভাগ খাওয়া হয় (Kunkel, 1984).