Verbena – ভারবেনা ফুল এক প্রকার ভেষজ বহুবর্ষজীবী উদ্ভিদ। ফুলগুলি কার্যত গন্ধহীন।
দক্ষিণ আমেরিকার প্রজাতি। পাতা ছোট, লম্বাটে, রোমশ, কিনার দন্তর। খাড়া ডাঁটার আগায় ছোট ছোট ফুলের থোকা। ফুল আকারে ছোট, নানা রঙের- নীল, লাল, গোলাপী, বেগুনী, সাদা। বাংলাদেশে শীতের ফুল হিসেবে ভার্বেনা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।