করমচা ফলের গাছ বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কমবেশি দেখা যায়। এর মধ্যে থাই মিষ্টি করমচা জনপ্রিয় ভ্যারাইটি। করমচা গাছ বেশ ঝোপালো ধরনের শক্ত জাতের কাঁটাযুক্ত। বড় সাদা ও ফিকে গোলাপি রঙের সুমিষ্ট গন্ধযুক্ত করমচা ফুল দেখতে কিছুটা কুন্ধ ফুলের মতো।
থাই মিষ্টি করমচা ফলের রঙ কাঁচা অবস্থায় গাঢ় সবুজ, পাকা অবস্থায় দেখতে গোলাপি লাল রঙের হয়। ফলটি সাধারণত মৌসুমি এবং গ্রীষ্মকালীন সময়ে পাওয়া যায়।
পুষ্টিগুণ: করমচা ফল প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ, যা স্বাস্থ্যের জন্য উপকারী।