চিরহরিৎ গুল্ম বোতল ব্রাশ Weeping Bottlebrush। এর ফুলগুলো দেখতে ভীষণ উজ্জ্বল লাল রঙের আর রেশমি কোমল। ফুলের অগ্রভাগ আর নিচে থাকে সবুজ পাতা। এ ফুলের বৈজ্ঞানিক নাম Callistemon viminalis। বোতল ব্রাশ গাছের আদি নিবাস অস্ট্রেলিয়া। দেশটির নাতিশীতোষ্ণ অঞ্চলে এর দেখা মেলে বেশি। Common Name : Weeping Bottlebrush; Creek Bottlebrush; Drooping Bottlebrush; Red Bottlebrush.
বোতল ব্রাশ গাছের সরু ডালের আগায় গুচ্ছবদ্ধ ভাবে ফুল ফুটে। বড্ড নিখুঁত এই ফুল। কেননা প্রতিটি একক ফুলেই পুরুষ ও মহিলা অংশ থাকে।ফুল ফোটার উপযুক্ত সময় বসন্ত তবে সারা বছরে কয়েকবার ফুল ফোটে। হালকা মিষ্টি ঘ্রাণ রয়েছে ফুলের।
বেশিরভাগ লাল ফুল দেখা গেলেও এই ফুল কিন্তু লেমন বা হালকা সুবজাভ সাদা রঙেরও হয়ে থাকে। ফুল ফুটলে ছোট পাখি এবং মৌমাছি আকর্ষিত হয়। ফুল শেষে ছোট ছোট ফল হয়। যাতে অসংখ্য বীজ থাকে। বীজ বা কলম থেকে চারা হয়। বন্যপ্রাণীরা এই ফল খায়।
মূলত শৌখিন বৃক্ষ হিসেবে পারিবারিক বাগান, বিভিন্ন প্রতিষ্ঠান, পার্ক ও অন্যান্য স্থানে এই বোতল ব্রাশ ফুলগাছ দেখতে পাওয়া যায়। বোতল ব্রাশ ফুল মাঝারি ঝাড় জাতীয় বৃক্ষ, গাছের উচ্চতা ৬ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। বসন্তে গাছে অসংখ্য ফুল ফোটে।
বোতল ব্রাশ ফুলের তেমন কোনো ওষুধি গুনাগুণ নেন। বরং এই ফুলের রেণু বাতাসের মাধ্যমে নাকের ভেতর গিয়ে অ্যাজমা রোগীদের হাঁচি–কাশির উদ্রেক বাড়িয়ে দেয়। তাই এঁকে ক্ষতিকর গাছ বলেও মনে করেন অনেকে।