অসাধারণ নয়নাভিরাম লাল ব্লিডিং হার্ট বৈজ্ঞানিক নাম Clerodendrum thomsoniae ফুলটির আদি নিবাস পশ্চিম আফ্রিকা।
ব্লিডিং হার্ট ভাইনকে বাংলায় জ্বালামুখী লতা বলা হয়। কারণ এর ফুলকে সোজা করে দেখলে একটি জ্বালামুখীর অগ্ন্যুৎপাতের চিত্রকল্প মনে হয়।
পরিবার lamiaceae ইংরেজি নামের মধ্যে Bleeding Glory Bower, Bag Flower উল্লেখযোগ্য। এ ফুলের জনপ্রিয়তা বেশ।
ব্লিডিং হার্ট ছোট আকারের ঝোপাল কাষ্ঠল ফুলগাছ। পাতার রং গাঢ় সবুজ, শিরা-উপশিরা স্পষ্ট। টবে ও সরাসরি মাটিতে লাগানো যায়। ডাল কাটিংয়ের মাধ্যমে বেশ সহজেই চারা করা যায়। কাটিং চারার বয়স বছর না ঘুরতেই গাছে ফুল আসে। এই গাছে সাধারণত পোকামাকড়ের তেমন কোনো উপদ্রব হয় না।