জবা আমাদের অতি পরিচিত একটি ফুল। শোভাবর্ধনকারী ফুল হিসেবে জবার নিজস্ব সক্রিয়তা রয়েছে। জবার সৌন্দর্যে দৃষ্টি আটকায় না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এমনই দৃষ্টি আটকানো নজর কাড়া ফুল গোলাপি জবা। জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে, তার মধ্যে পিঙ্ক লেডি পঞ্চমুখি গোলাপি জবা Pink Lady Panchamukhi Hibiscus Plant অন্যতম। অত্যান্ত সুন্দর দেখতে এই ফুলটি, চমৎকার গোলাপি কালারের পাঁচ পাপড়ির জবা।
জবার অনেক প্রজাতি রয়েছে। এদের মধ্যে রক্তজবা, ঝুমকাজবা, জবা কুসুম, গোলাপি জবা ও মরিচা জবা উল্লেখযোগ্য। তবে সাধারণত গোলাপি জবা খুব একটা দেখা যায় না। গোলাপি জবা হাইব্রিড জাতের জবা। এর ইংরেজি নাম হিবিসকাস। জবা ফুল আকারে বড় হয়। এ ফুল পঞ্চমুখি ও থোকা আকারের হয়ে থাকে। জবা মালভেসি গোত্রের অন্তর্গত চিরসবুজ পুষ্পধারী গুল্ম। এর আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটিকে চিনা গোলাপও বলা হয়। এর নানা রঙের ফুলের জন্য বাগানের শোভাবর্ধনে লাগানো হয়।
তবে শুধু শোভাবর্ধনই নয়, জবার রয়েছে ভেষজ গুণ। আয়ুর্বেদ চিকিৎসায় জবার ভূমিকা অপরিসীম। মানবদেহের নানা রোগ নিরাময়ে এটি ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ শাস্ত্রমতে, চুল দীর্ঘ ও উজ্জ্বল করতে জবার কার্যকরী ভূমিকা রয়েছে। শরীরের ক্ষত নিরাময়ে জবা ব্যবহার করা হয়। জবার অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী ধর্ম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। জবা অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে।