জবা আমাদের অতি পরিচিত একটি ফুল। জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। তার মধ্যে মাল্টি লেয়ার হাইব্রিড গোলাপি থোকা জবা Multi Layer Hybrid Pink Hibiscus অন্যতম। অত্যান্ত সুন্দর দেখতে এই ফুলটি। চমৎকার গোলাপি কালারের মাল্টি লেয়ার থোকা জবা।
আকর্ষণীয় রঙ ও সাইজের জন্য এই জাতটি বাংলাদেশের কৃষকদের প্রথম পছন্দ। উচ্চ ফলনশীল এই জাতের জবা ফুল অধিক ফলনশীল। উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল জাতের মধ্যে এই জাতের জবা ফুল অন্যতম।
সব ধরনের মাটিতে জবা ফুল চাষ করা যায়। মাটির পাশাপাশি টবেও এই গাছ লাগানো যায়। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে টবটিতে পানি যেন না জমে। এটি ছাদ বাগান বা বাড়ির আঙ্গিনায় লাগানোর উপযোগী জাত ।
https://youtube.com/shorts/G7qZwRqD-JA?feature=share