চায়না গোলাপি ডোয়ার্ফ রঙ্গন ঝোপালো, পত্রনিবিড় ঘন চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। রঙ্গনের আদি নিবাস ক্রান্তীয় দক্ষিণ পূর্ব এশিয়া। শহর বা গ্রামে, বাগানে বা বাড়ির সামনে, এমনকি সড়কদ্বীপেও দেখা মেলে এই রূপসী রঙ্গনের। কতে রঙের বাহার এই রঙ্গনের। কমলা, কমলা লাল, গোলাপী, হলদে গোলাপী, লাল, হলুদ, সাদা ইত্যাদি রঙের রঙ্গন হরহামেসাই দেখা যায়।
শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে রঙ্গন অতি জনপ্রিয়। ২-২.৫ মি উচু, অজস্র ডালপালা। পাতা বিন্যাসে বিপ্রতীপ, বোঁটাহীন, ৪-৮ সেমি লম্বা। প্রায় সারা বছরই বড় বড় ছত্রাকার থোকায় ডালের আগায় ফুল ফোটে । ফুল ছোট, দলনল সরু, ২.৫ সেমি লম্বা, পাপড়ি চোখা। কলম ও শিকড় থেকে গজানো চারায় চাষ।
আকর্ষণীয় রূপ ও বর্ণের বৈচিত্র্যে রঙ্গন ঐশ্বর্যমণ্ডিত। তরুরাজ্যে প্রায় সারাবছরই সবুজ পাতার ফাঁকে রঙ্গনের প্রস্ফুটন মানুষ প্রাণভরে উপভোগ করে। ঘন চিরসবুজ গুল্ম জাতীয় রঙ্গন উদ্ভিদ তিন থেকে ছয় মিটার পর্যনত্ম উঁচু হয়। মঞ্জুরিপত্র বিশিষ্ট গাঢ় লালবর্ণের পুষ্প-মঞ্জুরিতে থাকে অসংখ্য পুষ্পের সমাবেশ। পাতার ঘন বিন্যাস অপূর্ব। পাতা সরল ও প্রতিমুখ বা আবর্ত, কিনারা অখ-, উপপত্র দুটি বৃনত্মের মাঝে অবস্থিত। ফুল নলাকৃতি, তারার মতো চারটি পাপড়ির বিন্যাস সত্যিই মনোমুগ্ধকর।
বৈজ্ঞানিক নাম- Ixora coccinea
পরিবার- Rubiaceae
অন্যান্য নাম- Ixora, Rugmini रुग्मिनी (Hindi), Vedchi (Tamil), Flame of the Woods, Jungle Flame, Jungle Geranium, Chethi (Malayalam)
বংশবিস্তার
রুদ্রাকৃতির সবুজ ফল থেকে গাছের চারা জন্মানো যায় কিংবা পরিণত গাছের ডাল নিচ থেকে কেটে মাটিতে রোপণ করে নিয়মিত জল দিয়ে পরিচর্যা করলে ক’দিন পরই মূল গজায়। জোড় কলম করেও রঙ্গনের বংশবিস্তার করা যায়।