রূপ লাবণ্যে অতুলনীয় হাইড্রেনজিয়া ফুলের গাছ। উদ্ভিদতাত্ত্বিক নাম Hydrangea macrophylla। পরিবার Hydrangeaceae. এই ফুলের রয়েছে প্রায় ৯০ টিও বেশি প্রজাতি রয়েছে। হাইড্রেনজিয়ার জন্ম চীন ও জাপানে। সাধারণত টবেই চাষ করা হয় ফুলটি।
এই ফুলের কোন গন্ধ নেই, কিন্তু এর চমৎকার একটি বৈশিষ্ট্য হলো এটি রঙ বদলায়। মাটির অম্লতা ও ক্ষারত্বের ভিত্তিতে রঙ নির্ধারণ করে। বসন্তের আগমন শুরু হওয়ার সাথে সাথে গাছে কুঁড়ি আসতে শুরু করে এবং গরমের মাঝামাঝি সময় থেকে ফুল ঝড়ে যেতে থাকে।
হাইড্রেনজিয়ার মঞ্জরি গুচ্ছবদ্ধ, বেশ বড় ও আয়তাকার। পাপড়ির সংখ্যা চার বা ততোধিক, মসৃণ ও পুরু। আমাদের দেশে সাদা-গোলাপি মেশানো হাইড্রেনজিয়া হর্টেনসিস ভ্যারাইটি জাতটি সহজলভ্য।
এর বংশবৃদ্ধি হয় কাটিং ও মূলের গেঁড় থেকে। অল্প রোদ, ছায়াঘর ও স্যাঁতসেঁতে জায়গা এর জন্য উপযোগী। আমাদের দেশে সাধারণত বসন্তের শেষভাগ থেকেই ফুটতে শুরু করে ফুলটি। নজরকাঁড়া সৌন্দর্যের কারণে কদর বাড়ছে চিত্তাকর্ষক হাইড্রেনজিয়ার।