ফুলের নাম ফার্স্ট লাভ—মানে প্রথম প্রেম। সাধারণত লেমন পেন্ডা বা হলুদ পেন্ডা নামেও পরিচিত, অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের স্থানীয় একটি প্রজাতি। বৈজ্ঞানিক বা উদ্ভিদতাত্ত্বিক নাম Xanthostemon chrysanthus ও পরিবার Myrtaceae ( মির্টেসি)। বাংলা নাম নেই। ইংরাজি নাম অনুসারে “প্রথম প্রেম” বলা যায়।
এই ফুল তিনটি রঙের হয় লাল, গোলাপী আর হলুদ বা লেমন কালার, ফুলেগন্ধ নেই দেখতেই সুন্দর । কিন্তু এই ফুলের নাম ফার্স্ট লাভ কেন যে হলো কে জানে। কেউ কাউকে কখনো এই ফুল দিয়ে ভালোবাসার কথা বলে না। তবু ফুলের নাম ফার্স্ট লাভ।
ফুলের ছোট্ট চাকতি বা বাটির মতো একটি অঙ্গ থেকে পুরুষ কেশরগুলো সূর্যের রশ্মির মতো চারদিকে ছড়িয়ে পড়ে, ডালের আগায় থোকায় একসঙ্গে কয়েকটা ফুল ফোটে। ফুলের কোনো ঘ্রাণ নেই, ফুলটি ফোটে গ্রীষ্ম থেকে শরৎ পর্যন্ত।
বীজ থেকে গাছ হয়, বীজের গাছে দুই থেকে তিন বছর পর ফুল ফোটে। কিন্তু ডালে গুটি কলম করে চারা তৈরি করে লাগালে পরের বছর থেকেই ফুল ফোটে। পাতাগুলো দেখতে কিছুটা গোলাপজামের পাতার মতো হলেও আকারে ছোট, চকচকে সবুজ, ঘন, পাতার আগা সুচালো ও কিনারা মসৃণ।
ফুল না থাকলেও শুধু ঘন পত্রপল্লবে ঠাসা গাছও দেখতে সুন্দর লাগে, বাগানে লাগানো যায়। টবেও দু-তিন বছর রাখা যায়, তেমন যত্নের দরকার হয় না। বুনো পরিবেশে গাছ ৪৯ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছ জাম ও গোলাপজামের সহোদর।