জবা একটি চিরহরিৎ অসাধারণ সুন্দর, আকর্ষণীয়, গন্ধহীন ফুল । এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ । ধারণা করা হয় এর আদি নিবাস চীন । এটি দ্রুততম হারে বৃদ্ধি ঘটে । প্রায় সারা বছর পাতা হয়ে থাকে । এর চকচকে সবুজ পাতাগুলি সরল, বিকল্প, সর্পিল, একান্তর, বোঁটাযুক্ত এবং ডিম্বাকার । পাতার কিনারা করাতের মতো খাঁজ কাটা থাকে এবং অগ্রভাগ সরু ও পিচ্ছিল পদার্থ যুক্ত । জবা ফুল দেখতে ঠোঙ্গা আকৃতি, পঞ্চমুখি ।
সাধারণত শোভাবর্ধক হিসাবে বাড়ির উঠানে বা ছাদে এই ফুলগাছ লাগানো হয়ে থাকে। মালভেসি গোত্রের অন্তর্গত চিরসবুজ পুষ্পধারী গুল্ম এই জবা।
Hermaphrodite (পুরুষ এবং মহিলা উভয় অঙ্গের) প্রজাতির পোকা-মাকড়ের মাধ্যমে এর পরাগায়ণ হয় । প্রধানতঃ গ্রীষ্ম ও বসন্তে এ ফুল ফোটে । Genetically জবা গাছ হচ্ছে একটি Polyploid । এর পুষ্প একক, বৃহৎ ফানেলের মতো এবং এটি উভলিঙ্গ । বৃতি’র নিচে উপবৃতি বিদ্যমান । সবুজ বৃত্যংশ পাঁচটি মুক্তভাবে থাকে । দলমন্ডল পাঁচটি পাপড়ি বিশিষ্ট এবং বহু পুংকেশর অবস্থিত । পুংদন্ড মিলিতভাবে একটি নলের সৃষ্টি করে ।পরাগধানী মুক্ত এবং বৃক্কাকার । স্ত্রী কেশর পাঁচটি এবং গর্ভদন্ডটি পুং নলের ভিতরে অবস্থিত । সাধারণত এর ফল হয় না ।