জার্মান ভেষজবিদ অটো ব্রুনফেলস এর নাম অনুসারে প্রজাতিটির নামকরণ করেছেন (Brunfelsia) ব্রুনফেলসিয়া। বাংলায় বিচিত্রা বা সুষমা পরিচিত। অনেকেই গতকাল-আজ-আগামীকাল এবং lady of the night রাতের ভদ্রমহিলা বলে ডাকে।
বিচিত্রার(ব্রানফেলসিয়ার) আদিনিবাস ব্রাজিল।কাঁটাবিহীন ঝোপলো ছোট গাছ, গুল্ম প্রকৃতির। শোভা বর্ধনকারী এবং কখনও কখনও রাতে সুগন্ধ ছড়ায়।
ব্রানফেলসিয়ার প্রায় ৫০টি প্রজাতি রয়েছে। বিশেষ করে ফুলের রং বদলানোর স্বভাব এই ফুলটিকে স্বাতন্ত্র্য দিয়েছে। ফুল ফোটার সময় ফুলের রং থাকে গাঢ় বেগুনি। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সে রং ফিকে হতে থাকে। হয়ে যায় নীলচে গোলাপি, শেষে হয় সাদা। এই তিন রঙের ফুলই এক গাছে একসঙ্গে থাকে।
গাছ দুই থেকে আড়াই মিটার লম্বা হয়। ঝোপ প্রায় দেড় মিটার পর্যন্ত বিস্তৃত হয়। বহু বছর বাঁচে। বছরের সব সময়ই গাছে পাতা থাকে। পাতার ওপর পিঠ গাঢ় সবুজ, নিচের পিঠ হালকা সবুজ
গাছের আগার ডাল কেটে কলম করে এর চারা তৈরি করা যায়। বীজ থেকেও চারা হয়। এই ফুলের গাছ রোদে ভালো হয়। আংশিক ছায়াযুক্ত জায়গাতেও লাগানো যেতে পারে। বাগানে, টবে, ড্রামে ছাদের বাগানে লাগানো যায়। বছরে দুবার অর্থাৎ আগস্ট ও ডিসেম্বর মাসে গাছের গোড়ার মাটিতে জৈবসার দিলে গাছের বৃদ্ধি ও চেহারা ভালো হয়, ফুলও বেশি ফোটে। শুষ্ক মৌসুমে বা গাছের গোড়ার মাটি শুকিয়ে এলে সেচ দেওয়া উচিত।