বেগোনিয়া Begonia flower, অনেকেই বলে বেগুনিয়া, চিনির ফুল বা বেগনিয়া হল আকর্ষণীয় বহুবর্ষজীবী ভেষজ, যাতে নরম, রসালো কান্ড এবং সাদা, গোলাপী, লাল, কমলা বা হলুদ ফুল থাকে।
বেগোনিয়া ফুলের নামকরণ করা হয় হাইতির ফ্রেঞ্চ কলোনির প্রাক্তন গভর্নর মাইকেল বেগন ( Michel Begon)-এর সম্মানে। ১৪৮৪টি প্রজাতি বিশিষ্ট বেগোনিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহৎ ফুল সম্প্রদায়। প্রধানত দক্ষিন ও মধ্য আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার দক্ষিণাঞ্চলে এই ফুল জন্মালেও সাদা, গোলাপি, হলুদ ও স্কারলেট রঙের দর্শনীয় ফুল হিসেবে এবং এর আকর্ষণীয় পাতার কারণে পৃথিবীর অসংখ্য দেশে বেগোনিয়ার চাষ হয়, যা ফুলপ্রেমীদের কাছে খুবই সমাদৃত।১৮২৫ প্রজাতির ফুলের সন্ধান পাওয়া যায় যার অসংখ্য ভ্যারাইটি।ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই জনপ্রিয়।