রুয়েলিয়া বা পটপটি ফুল ( ইংরেজি: Ruellia Tuberosa ) Acanthaceae পরিবারের অন্তর্গত একটি বর্ষজীবি গুল্ম জাতীয় উদ্ভিদ। রুয়েলিয়া মূলত একপ্রকারের বনফুল, ফুলের আকার বেশ বড়। এই ফুলের আদি নিবাস দক্ষিণ আমেরিকা। ষোড়শ শতাব্দিতে এই দেশে আসে। এটি পটপটি, চটপটি নামে গ্রাম বাংলায় পরিচিত হলেও Minnieroot, fever root, snapdragon root, sheep potato, popping pod, duppy gun, cracker plant নামে পরিচিত।
রুয়েলিয়া বা পটপটি ফুল:-
পটপটি লাজুক প্রকৃতির ফুল, সাধারণত দলবেঁধে থাকতে পছন্দ করে; তাই যেখানে এ ফুল গাছ জন্মে সেখানে অনেক গাছ একসাথে দেখা যায়। বর্ষা শুরুর পরই গাছে ফুল ফুটতে শুরু করে এবং সারাবছরই ফুল ফুটতে দেখা যায়। তবে শীত কালে ফুলর ফোটার পরিমান বেশী থাকে। পড়ির উপরের অংশ পাঁচ ভাগে বিভক্ত। ফুল ফোটে সকালবেলা এবং দুপুর হলেই ঝড়ে পরে। জংলা-ছায়া ঘেরা পরিবেশে ভালো জন্মায়। সাধারণত দলবেঁধে একসাথে অনেকগুলি গাছ অনেকটুকু যায়গা জুড়ে জন্মে। এরা বর্ষজীবি গুল্ম জাতীয় উদ্ভিদ।
বলা হয় এদের ফল বা বীজাধার পরিপক্ক হলে পট-পট শব্দ করে ফেটে যায় বলে একে পটপটি নামে ডাকে বাংলার গ্রামাঞ্চলের লোকেরা। ফলের আকার প্রায় ১ ইঞ্চি লম্বা, প্রতিটি ফলে প্রায় ৮ থেকে ১০ টির মতো বীজ থাকে। ফল পরিপক্ক হওয়ার পর পানির সংস্পর্শে এলে শব্দ করে ফেটে যায় ও বীজ ছড়িয়ে পরে। সেই বীজ থেকেই কোনো রকম যত্ন ছাড়াই চাড়া গজায় এবং এভাবেই চলতে থাকে।