Showing all 7 results

বাগানবিলাস একটি চির সবুজ লতান উদ্ভিদ। এই উদ্ভিদ খুব তারা তারি বাড়ে এবং বারান্দা বা ছাদ বাগানে খুব সহজেই ফুল আসে। সারা পৃথিবী জুরে এদের দেখা জায়, বাগান বাড়ী এর মেইন গেট অথবা ডূপ্লেক্স ভিলা বা শহুরে বারান্দায় ঝুলে থাকতে।

ইংরেজিতে ফুলটির নাম বুগেনভিলিয়া Bougainvillea। ফরাসী আবিষ্কারক লুই অটোইন ডি বোগেইনভিলিয়া’র নাম অনুসারে এ গাছের নামকরণ করা হয়েছে।  কেউ কেউ ভালোবেসে এটিকে কাগজ ফুল বা কাগজি ফুল নামেও ডেকে থাকেন।

বিভিন্ন রঙের হয়ে থাকে এই গাছের ফুল । লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপি, আরো কত রং! এ গাছটির প্রায় ১৮ প্রজাতি রয়েছে। এর অনেকগুলোই বিশ্বের সর্বত্র গরম আবহাওয়ায় ছায়াচ্ছন্ন পথ তৈরী ও বারান্দার শোভা বর্ধনে চাষাবাদ করা হয়। আবার শীতকালীন পরিবেশে গ্রীনহাউস প্রক্রিয়ার মাধ্যমেও এ গাছ উৎপাদন করা যায়।

তাপমাত্রাঃ

বাগানবিলাস মূলত গ্রীষ্ম প্রধান দেশের উদ্ভিদ, উষ্ণ অঞ্চলে থাকতে পছন্দ করলেও শেষ বিকেলের আলো তাদের পছন্দ নয়। তেমনি একদম ঠান্ডা ও তাদের বৃদ্ধি ব্যাহত করে। এর জন্য আদর্শ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ।

আলোঃ

বাগানবিলাস ডাইরেক্ট সূর্যের আলো পছন্দ করে, কিন্তু গ্রীষ্মের দাবদাহ পছন্দ নয়। বাগান বিলাস ৬-৮ ঘ্নটা আলো পেতে ভাল বাসে, তবে বিকেলের কড়া রোদ নয়।

পানি বা সেচঃ

একদম ভেজা ভেজা মাটি পছন্দ নয়, অতিরিক্ত পানি গাছের শিকড় এ ছত্রাক আক্রমন করে এবং গাছ মরে যায়। মাটি তে পানি স্প্রে করে দিতে হয় এবং ভাল ড্রেনেজ ব্যাবস্থ থাকা দরকার । সপ্তাহে ২/৩ দিন পানি দিলেই ভাল থাকে কিন্তু প্রতিদিন পানি দিলে গাছ মরে জেতে পারে।

সার প্রয়োগঃ

মার্চ, এপ্রিল এ ফুল ফোটার পর এবং আগস্ট , সেপ্টেম্বর এ নাইট্রোজেন অল্প পরিমানে, ফসফেট ( নাইট্রজেন এর ডাবল পরিমান) এবং কমপোস্ট সার দিতে পারেন। সার দিলেই যে ফুল আসবে এমন কিন্তু নয়, উইনিভারসিটি অফ ফ্লোরিডার একদল গবেষক এর মতে ১৫ ঘ্নটা অন্ধাকার পেলে এর বেশি ফুল আসে।

ছাটাই বা প্রুনিং

সারা বছর ই এর প্রুনিং বা ছাটাই করা যায় এবং গাছ কে ছোট রাখলেই বেশ ভাল লাগে ছাদ বা বারান্দায়। ছাটাই এর পর ফুল বেশি আসে কারন নতুন ডালেই এর ফুল আসে। বনসাই এর জন্য আদর্শ গাছ বাগানবিলাস।

পোকার আক্রমনঃ

বাগান বিলাসে ২ ধরনের প্রকার আক্রমন হয়, সুয় পোকা বা caterpillars এবং সবুজ মাছি বা green flies । পোকার আক্রমনে সাবান পানি ২/৩ দিন পর পর স্প্রে করতে হবে জতদিন পোকা না চলে যায় । তবে পোকা দেখলেই মেরে ফেলবেন ।

বংশ বৃদ্ধিঃ

সহজেই এর চারা করা যায় রুট হরমোন দিয়ে, এপ্রিল থেকে জুন মাসে হাতের আঙ্গুল এর থেকে মোটা সাইজের ডাল কেটে ( ৪/৬ ইঞ্চি) রুট হরমোন দিয়ে মাটিতে লাগিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিবেন। ১.৫ থেকে ২ মাসে পর টবে লাগিয়ে দিতে হবে, কাটিং সব সময় গাছের গোঁড়ার দিকের ডাল থেকে নির্বাচন করতে হবে।

রিপটিং

২ বছর পর পর গাছ রি পটিং করে দিলে গাছ ভাল থাকবে এবং ৭৫% শিকড় রেখে বাকি ২৫% ছেটে দিতে হবে। অবশ্যই ছোট শিকড় কাটা যাবে না, পেন্সিল এর মত মোটা এবং লম্বা সেইপ এর শিকড় কেটে দিতে হবে।
বাগান বিলাস বারান্দা বা ছাদ বাগানের বেশ সুন্দর একটি গাছ, সহজে সুন্দর ফুল আসে, গাছে পানি দরকার হলেই কেবল পানি দিতে হবে। ২ মাস পর পর গাছের ডাল ছেটে দিতে পারেন সুন্দর সেইপ দেবার জন্য। স্টেনলেইস ওয়ার দিয়ে গাছের সুন্দর আকৃতি সহজেই দেয়া যায়।