বৃক্ষ

এজেলিয়া গাছের যত্ন আত্তি

এজেলিয়া গাছের যত্ন আত্তি

এই গাছটা নিয়ে অনেকের মনে অনেক দ্বন্দ্ব আছে। বেশ কিছুজন আছেন যাঁরা এই গাছ কিনে এনে অলরেডি মেরে ফেলেছেন। আর বাকিরা এনাদের মুখের কথা শুনে ধরেই নিয়েছেন এই গাছ এনে বাঁচাতে পারবেন না। মোট কথা বাজারে এই গাছটার ভালই বদনাম আছে। অথচ ফ্যাক্টটা হচ্ছে ফ্ল্যাট বারান্দায় হালকা সকালের রোদ আসে আর বাকি দিনটা উজ্জ্বল আলো , এরকম পরিবেশে এর থেকে ভালো শীতের ফুলের গাছ আর কিছু হয় না।

গাঁদা , গোলাপ করতে অনেক রোদ লাগে। ফ্ল্যাট বারান্দায় অত রোদ কোথায় পাবেন ? তাহলে কি আপনি শীতকালে ফুলের বাগান করবেননা? অবশ্যই করবেন। এজিলিয়া করুন। আসলে গাছটাকে কেউ কোনোদিন বোঝার চেষ্টাই করলো না। খুব হার্ডি , বিনা যত্নে ফুল দিয়ে যায় এরকম গাছ এটা ।

এই গাছ বছরের পর বছর বিনা যত্নে আপনার ফ্ল্যাট বারান্দায় ফুল দিয়ে যাবে। গোটা শীতকাল জুড়ে ফুল দিয়ে যায় এই গাছ, কখনো গাছ খালি থাকে না।

পট : ছয় বা আট ইঞ্চির পট নিন। মাটি , প্লাস্টিক বা সিরামিক যেকোনো পট হলেই হলো .. তবে খেয়াল রাখবেন নিচে যেনো অন্তত চার পাচটা ফুটো যেনো থাকে।খুব বড়ো পট নিলে জল বসার চান্স বেড়ে যায়।

মিডিয়া : পাতাসার। কেনার সময় মিডিয়া দেখে কিনবেন । পাতাসার ছাড়া অন্য কোনো মিডিয়াতে এই গাছ বসানো থাকলে নেবেন না । নিলে খুব বেশিদিন বাঁচাতে পারবেন না।এদের বেঁচে থাকার জন্য আর ফুল দেওয়ার জন্য এসিডিক মিডিয়া লাগে , তাই পাতাসারে সবথেকে ভালো থাকে।

জল : এরা মিডিয়া ড্রাই হয়ে যাওয়া একদম পছন্দ করে না । তাই সবসময় মিডিয়া ভিজে ভিজে রাখুন। গোড়ায় জল জমলেই গাছ শেষ। তাই পটের তলায় চার পাঁচটা ফুটো থাকা খুব খুব জরুরি। শুধু পাতাসারে গাছ বসালে জল জমবে না, ওপর থেকে জল ঢাললেই নিচে দিয়ে বেরিয়ে যাবে ।

আলো : সকালের হালকা রোদ ২/৩ ঘণ্টা ( ৯ টার মধ্যে ) , বাকি সময়টা উজ্জ্বল আলো। দুপুরের কড়া রোদ এরা নিতে পারে না । চড়া রোদ পেলে পাতা পুড়ে যায়।

খাবার : কিচ্ছু না । পাতাসার থেকেই এরা খাবার পাবে । এই গাছ কেমিকাল সেনসিটিভ , তাই বাইরে থেকে কোনো কেমিক্যাল সার দেওয়া মানেই একে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া।

যেমন বললাম করে দেখুন , সারা শীতকাল জুড়ে ফুল পাবেন। গরম কালে এমন জায়গায় গাছটা রাখতে হবে যাতে দিনের কোনো সময়ই গাছের গায়ে সরাসরি রোদ যেনো না পড়ে। কোনো বড়ো গাছের নিচে রাখতে পারলে খুবই ভালো। বাকি যত্ন একই রকম। বর্ষাকালে যদি দেখে পাতাতে কালো স্পট আসছে তাহলে তিনদিন অন্তর দুবার যেকোনো ব্রড স্পেকট্রাম ফ্যাঙ্গিসাইড স্প্রে করুন ২গ্রাম/ লিটার ডোজে। খেয়াল রাখবেন ওই স্প্রে যেনো মিডিয়াতে না যায়।

প্রতি 2-3 বছরে গাছটি নতুন মাটিতে স্থানান্তর করুন। এটি গাছের বৃদ্ধিকে উৎসাহিত করে।এই নির্দেশনাগুলো অনুসরণ করলে আপনার এজেলিয়া গাছ সুস্থ, সবল এবং সুন্দর ফুল দিতে সক্ষম হবে!

author-avatar

About Mali o Malini

মালি ও মালিনী, ধরণী সাজাই গাছ দিয়ে , ফুলে ফলে সবুজে ভরে উঠুক পৃথিবী, এই প্রত্যয় আমাদের। তাই আমরা মালি The Gardener. Malini and Malini, let the world be filled with greenery with flowers and trees, this is our conviction. So we are gardeners

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *