মালি আনিসুর রহমান , মালিনী হুমায়রা জাহান, আমরা ২ জন মালি ও মালিনী। আমরা গাছ নিয়ে কাজ করি।

গাছ আমাদের খুব ভালো লাগে। আমরা আমাদের বসত বাড়ি প্রয়োনীয় সকল ধরণের ফলজ , বনজ , ঔষধি, সবজি ও ফুলের গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি।

এখন থেকে আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় সকল চাহিদা পূরণ হয়ে যায়। ভাববেন না আমাদের হয়তো বিশাল বাড়ি, মোটেও না আমাদের মাত্র ২৬ শতক জায়গা। যেখানে থাকার ঘর সহ এই বাগান বাড়ি।

এত অল্প জাগায় সবকিছু করতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা। কোথায় কি গাছ লাগাতে হবে, কোন গাছের কি পরিচর্চা করতে হবে, অর্থাৎ গাছ সম্পর্কিত বিষয়ে আমাদের জ্ঞান আপনাদের সাথে ভাগ করে নিতে আমাদের এই আয়োজন ।

আমরা বাড়ির আংগিনা , বাসার ছাদ অথবা যেকোনো জায়গায় বাগান সাজাতে সহযোগিতা করি। আমাদের কাছে উন্নত মানের সব গাছের চারা পাবেন। এবং এ সম্পর্কিত সকল তথ্য আমাদের কাছ থেকে নির্দ্বিধায় জেনে নিতে পারবেন।

অবশেষে বলতে চাই আমাদের সাথেই থাকুন আশা করি ভালো কিছু পাবেন।

Mali Anisur Rahman, Malini Humaira Jahan, we are Mali o Malini The Gardener. We work with Plants.

We cordially love plants. We have decorated our residence with all kinds of necessary fruits, forests, herbs, vegetables, and flowering plants.

From now on all our daily needs are fulfilled. Don’t think we might have a big house, not at all just a 26th decimal land.

To do everything in such a short time requires proper planning. We are organizing this event to share with you our knowledge about where to plant trees, and what trees to care for, that is, trees.

We help to decorate the garden of the house, the roof of the house, or anywhere. You will get all the high-quality tree seedlings from us. And feel free to get all related information from us.

Finally want to say stay with us hope you get good things.