অসাধারণ নয়নাভিরাম ব্লিডিং হার্ট বৈজ্ঞানিক নাম Clerodendrum thomsoniae ফুলটির আদি নিবাস পশ্চিম আফ্রিকা। Bleeding Heart নামকরণ করা হয়েছে ফুলের গঠনের জন্য। এর ঝুলন্ত ফুল গুলিতে হার্ট বা পান আকৃতির বৃন্তপত্রগুলির নিচে রক্তাভ দলমণ্ডলের উপস্থিতিকে একটি ফোঁটা রক্তপাতের চিত্রকল্পের সাথে তুলনা করা হয়েছে। এই সাধারণ নামটি গাছের ফুলের অনন্য সৌন্দর্যকে ধারণ করে।
ব্লিডিং হার্ট ভাইনকে বাংলায় জ্বালামুখী লতা বলা হয়। কারণ এর ফুলকে সোজা করে দেখলে একটি জ্বালামুখীর অগ্ন্যুৎপাতের চিত্রকল্প মনে হয়। সাদা বৃন্তপত্র-গুলির মধ্যে থেকে উদ্ভাসিত লাল দলমণ্ডল যেন তুষারাবৃত জ্বালামুখী থেকে নির্গত লাভা, এবং প্রক্ষিপ্ত পুংকেশরগুলি অগ্ন্যুৎপাতের দৃশ্যকে আরও জীবন্ত করে তোলে।
পরিবার lamiaceae ইংরেজি নামের মধ্যে Bleeding Glory Bower, Bag Flower উল্লেখযোগ্য। এ ফুলের জনপ্রিয়তা বেশ।
ব্লিডিং হার্ট ছোট আকারের ঝোপাল কাষ্ঠল ফুলগাছ। পাতার রং গাঢ় সবুজ, শিরা-উপশিরা স্পষ্ট। টবে ও সরাসরি মাটিতে লাগানো যায়। ডাল কাটিংয়ের মাধ্যমে বেশ সহজেই চারা করা যায়। কাটিং চারার বয়স বছর না ঘুরতেই গাছে ফুল আসে। এই গাছে সাধারণত পোকামাকড়ের তেমন কোনো উপদ্রব হয় না।