বেগম বাহার, অপূর্ব সুন্দর একটি ফুলের গাছ। বাংলার মানুষ তাকে বিভিন্ন নামে চেনেন। কেউ বলেন তাকে ‘টিবু চায়না’ বা ‘টিপু চায়না’, কেউ বলেন ‘দাঁতরাঙা’, আবার কেউ বা বলেন ‘বন-তেজপাতা’।
দাঁতরাঙ্গা এক ধরনের গুল্মজাতীয় গাছ যা বাংলাদেশে আগাছা হিসেবে পরিচিত। এটি প্রধাণত পাহাড়ি বা উচুঁ এলাকায় বেশি দেখা গেলেও সারা দেশেই জন্মাতে দেখা যায়। দাঁতরাঙ্গা ফুলটি গন্ধহীন। প্রায় সারা বছরই ফুল ফোটলেও প্রধানত গ্রীষ্ম-বর্ষায় গাছে প্রচুর ফুল ফোটে। ডালের আগায় অল্প কয়েকটি ফুলের গুচ্ছ থাকে।
এই গাছের তিনশোর বেশি প্রজাতি আছে। সেই প্রজাতিভেদে ফুলের আকার-প্রকারে বেশ কিছু পার্থক্য চোখে পড়ে। রঙও নানান রকমের হয়ে থাকে। সাদা, গোলাপি, বেগুনি, ফিকে বেগুনি প্রভৃতি। তবে সবচেয়ে বেশি চোখে পড়ে বেগুনি বা ফিকে বেগুনি রঙের ফুলের গাছ।
অন্যান্য ও আঞ্চলিক নাম :
লুটকি, ফুটকি, ফুটুকী, ফুটকলা, ফুটুল, বন তেজপাতা, বেগম বাহার।
Common Name : Malabar Melastome, Indian rhododendron, Singapore rhododendron, Planter’s rhododendron, Senduduk.
Scientific Name: Melastoma malabathricum.
ঔষধি গুণ
বমি এবং জোঁক এর কামড় থেকে রক্ত বন্ধ করতে এর ব্যবহার হয়। এটি কৌষ্ঠ্যকাঠিন্য রোগে ব্যবহৃত হয়। তাছাড়া এর পাতার রস আমাশয়, পেটব্যথা, বাত ও বাতজ্বর দূর করতে পারে।