রুয়েলিয়া বা পটপটি ফুল ( ইংরেজি: Ruellia Tuberosa ) Acanthaceae পরিবারের অন্তর্গত একটি বর্ষজীবি গুল্ম জাতীয় উদ্ভিদ। রুয়েলিয়া মূলত একপ্রকারের বনফুল, ফুলের আকার বেশ বড়। এই ফুলের আদি নিবাস দক্ষিণ আমেরিকা। ষোড়শ শতাব্দিতে এই দেশে আসে। এটি পটপটি, চটপটি নামে গ্রাম বাংলায় পরিচিত হলেও Minnieroot, fever root, snapdragon root, sheep potato, popping pod, duppy gun, cracker plant নামে পরিচিত।
রুয়েলিয়া বা পটপটি ফুল:-
পটপটি লাজুক প্রকৃতির ফুল, সাধারণত দলবেঁধে থাকতে পছন্দ করে; তাই যেখানে এ ফুল গাছ জন্মে সেখানে অনেক গাছ একসাথে দেখা যায়। বর্ষা শুরুর পরই গাছে ফুল ফুটতে শুরু করে এবং সারাবছরই ফুল ফুটতে দেখা যায়। তবে শীত কালে ফুলর ফোটার পরিমান বেশী থাকে। পড়ির উপরের অংশ পাঁচ ভাগে বিভক্ত। ফুল ফোটে সকালবেলা এবং দুপুর হলেই ঝড়ে পরে। জংলা-ছায়া ঘেরা পরিবেশে ভালো জন্মায়। সাধারণত দলবেঁধে একসাথে অনেকগুলি গাছ অনেকটুকু যায়গা জুড়ে জন্মে। এরা বর্ষজীবি গুল্ম জাতীয় উদ্ভিদ।
বলা হয় এদের ফল বা বীজাধার পরিপক্ক হলে পট-পট শব্দ করে ফেটে যায় বলে একে পটপটি নামে ডাকে বাংলার গ্রামাঞ্চলের লোকেরা। ফলের আকার প্রায় ১ ইঞ্চি লম্বা, প্রতিটি ফলে প্রায় ৮ থেকে ১০ টির মতো বীজ থাকে। ফল পরিপক্ক হওয়ার পর পানির সংস্পর্শে এলে শব্দ করে ফেটে যায় ও বীজ ছড়িয়ে পরে। সেই বীজ থেকেই কোনো রকম যত্ন ছাড়াই চাড়া গজায় এবং এভাবেই চলতে থাকে।
রুয়েলিয়া Ruellia Tuberosa বা পটপটি ফুল
Original price was: ৳ 100.00.৳ 50.00Current price is: ৳ 50.00.চাষ:-
রুয়েলিয়া বনফুল হলেও বাগানে এর কদর একেবারে কম নয়। বাগানের শোভাবর্ধন গাছ হিসেবে চাষ করা যায়, তুলনামূলক আর্দ্র-ছায়া মিশ্রিত পরিবেশে ভালো জন্মায়। অনেক প্রকারের রুয়েলিয়া দেখতে পাওয়া যায়। তাদের ফুলের আকার, গড়ন, রং এবং গাছ ও গাছের পাতার মধ্যেও অনেক পার্থক্য রয়েছে। তবে আজকে আমরা আলোচনা করছি মূলতো রুয়েলিয়া টিউবারোসা নিয়ে। এদেরই আমেদের দেশে বেশী দেখা যায়। এই গাছগুলির পাতা উপবৃত্তাকার। তবে প্রায় একই রকম দেখতে রুয়েলিয়া ফুলের আরো প্রজাতি আছে যাদের পাতা দেখতে সরু ও বেশ লম্বা। পাতার আগা বর্শার ফরার মতো চোখা। এদের ফুলের আকার আকৃতি একই রকম হলেও এরা বেগুণী, গোলাপী, হালকা গুলাপী, সাদা ইত্যাদি বিভিন্ন রং এর হয়ে থাকে।
নামকরণ:-
বৈজ্ঞানিক ক্যারলাস লিনিয়াস এর দ্বিপদ নামকরণ অনুযায়ী পটপটি ফুলের নামকরণ করা হয় রুয়েলিয়া টিউবারোসা নামে। Scientific নামের প্রথম অংশ রুয়েলিয়া নামেই শহুরে লোকেরা চেনেন একে।
Common Name : Waterkanon, Watrakanu, Minnie Root, Iron root, Feverroot, Popping pod
Scientific Name : Ruellia tuberosa এবং
Scientific Name : Ruellia simplex
গুনাগুণ:-
গাছের শিকড় মূত্রনালীর পাথর অপসারণে কার্যকর ভূমিকা রাখে।
পাতার রস কণ্ঠনালীর রোগে ব্যবহার করা হয়। একটি মূত্রবর্ধক, অ্যান্টি-ডায়াবেটিক, গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ এবং গনোরিয়া চিকিত্সার জন্য ব্যবহৃত হয়।
নিজে যতটুকু করি সেটাই তুলে ধরলাম।কেও সুচিন্তিত মতামত দিলে সাদরে গ্রহণ করা হবে।