বৃক্ষ

মর্নিং গ্লোরি- Morning Glory, প্রভাত জ্যোতি বা ভোরের রানী ফুল গাছের বৃদ্ধি এবং যত্ন

মর্নিং গ্লোরি- Morning Glory

যে লক্ষ্মী মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে তাকেই আদর করে ডাকা হয় ভোরের রানী। বাংলা নামটি যেমন সুন্দর, ইংরেজি নামটিও চমৎকার। ইংরেজিতে ফুলটির নাম মর্নিং গ্লোরি- Morning Glory.

বাংলায় বেশকিছু সুন্দর নাম রয়েছে। তবে এ নামগুলোতে খুব কম মানুষই চেনে। ভোরের রানী ছাড়াও বাংলায় ফুলটিকে প্রভাত জ্যোতি, প্রভাতরানী, ভোরগরবী, রেললতাও বলা হয়।

মর্নিং গ্লোরি- Morning Glory

মূলত মেক্সিকো ও সেন্ট্রাল আমেরিকার অধিবাসী। প্রায় সব ধরনের মর্নিং গ্লোরির বৈশিষ্ট্য একই রকম। লতানো গাছ, পানপাতা আকৃতির পাতা।তবে কিছু প্রজাতির পাতা অন্য আকৃতিরও হয়। ফুলটি হয় ফানেল আকৃতির। ৮-১৫ সেন্টিমিটার চওড়া। ফুলের রঙে ভিন্নতা রয়েছে। নীল, উজ্জ্বল লাল, সাদা, গাঢ় বেগুনি, গোলাপিসহ নানা রঙের হয়। আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় গাঢ় বেগুনি, গোলাপি ও আকাশি নীল রঙগুলো।

মর্নিং গ্লোরির অনেক প্রজাতি রয়েছে। প্রায় এক হাজার প্রজাতির মর্নিং গ্লোরি পাওয়া যায় বিশ্বের নানা প্রান্তে। তাদের নানা রঙ, নানা রূপ। তবে বাংলাদেশে মর্নিং গ্লোরির যে প্রজাতিটি পাওয়া যায়, সেটির বৈজ্ঞানিক নাম Ipomoea Purpurea। ঢোল কলমিও মর্নিং গ্লোরিরই একটি প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম Ipomea indica.

মর্নিং গ্লোরি- Morning Glory-three

 

সকালে ফোটে ফুলটি। আবার নেতিয়ে পড়ে দুপুরে কিংবা বিকেলে। তবে কিছু জাতের ফুল শেষরাতে বা ভোরেও ফোটে। সারা বছর কয়েকবার ফুল ফুটলেও গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি ফোটে।

মর্নিং গ্লোরির চারা হয় বীজ থেকে। টবেই লাগানো সম্ভব এটি। মাটির সঙ্গে সার ব্যবহার করতে হয়। বছরের যেকোনো সময়ই এ ফুলের চারা রোপণ বা বীজ বপন করা যায়। তবে অন্য গাছের মতোই বর্ষাকাল মর্নিং গ্লোরি লাগানোর জন্য আদর্শ। মর্নিংগ্লোরি কোমল লতার গাছ, সুযোগ পেলে চারপাশে ছড়িয়ে পড়ে, তার বা অন্যকিছু দিয়ে উপরে লতানোর বন্দোবস্ত করে দিতে হয় চারাগুলোকে।

মর্নিং গ্লোরি- Morning Glory-three

বারান্দায় টবে লাগালে গ্রিলেও লতানো যায়। প্রতি লতায় ১২/১৪ টা ফুল হয়। প্রতি ফলে গোও ফলের মত হয়। প্রতি ফলে ৩/৬ টা বীজ থাকে।বীজ থেকে খুব সহজেই চারা হয়। বর্ষা কাল থেকে গ্রীষ্মের আগে পর্যন্ত টবে ভালো বীজ বপন করা যায়। তবে এটি ভাল রক্ষণাবেক্ষণ করলে সারা বছর ফুল পাওয়া সম্ভব। হাত দিয়ে স্পর্শ করলে ভেলভেট কাপড়ের থেকও ভাল অনুভূতি হয়।

মর্নিং গ্লোরির উজ্জ্বল রঙ আর অপরূপ শোভা যে কারোর সকালই সুন্দর করে দেবে। রানীর মতোই রূপ তার, রানীর মতোই আভিজাত্য। তাই তো সে প্রভাতরানী, যাকে দেখে হাসি ফোটে সকালের ঠোঁটেও।

 

নিজে যতটুকু করি সেটাই তুলে ধরলাম।কেও সুচিন্তিত মতামত দিলে সাদরে গ্রহণ করা হবে।

পছন্দ হলে অনলাইনে অর্ডার করতে পারেন।

অথবা ফোন করুন ০১৭৬৫৪৩৪৫১৫

author-avatar

About Mali o Malini

মালি ও মালিনী, ধরণী সাজাই গাছ দিয়ে , ফুলে ফলে সবুজে ভরে উঠুক পৃথিবী, এই প্রত্যয় আমাদের। তাই আমরা মালি The Gardener. Malini and Malini, let the world be filled with greenery with flowers and trees, this is our conviction. So we are gardeners

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *